চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি’র ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় ৯৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ২১৬টি কেন্দ্রে ৫১ হাজার ৮৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৫০ হাজার ৯১০ জন পরীক্ষার্থী।
বুধবার (১৭ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ।
তিনি বলেন, চট্টগ্রামে ২৮ হাজার ৬০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৮ হাজার ৫৪ জন।
অনুপস্থিত ছিল ৫৫০ জন। কক্সবাজার জেলায় ১১ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ হাজার ৩৩৬ জন এবং অনুপস্থিত ছিল ২১১ জন। রাঙামাটি জেলায় ৩ হাজার ৯৫৮ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৮৯৯ জন। অনুপস্থিত ছিল ৫৯ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ৪ হাজার ৮০২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭২৭ জন এবং অনুপস্থিত ছিল ৭৫ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৯৪৮ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৮৯৪ জন এবং অনুপস্থিত ছিল ৫৪ জন পরীক্ষার্থী।