দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ ও প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযাগ উঠেছে। সম্প্রতি এ অভিযোগ ওঠে ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমীনুল হকের বিরুদ্ধে।
জানা যায়, ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত টাকার চেয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে দুই-তিন গুণ বেশি টাকা আদায় করা হয়েছে।
ফরম পূরণ বাবদ বরিশাল শিক্ষাবোর্ড মোট ২৩০৫ টাকা নির্ধারণ করে।
কিন্তু প্রধান শিক্ষক একেএম আমীনুল হক ২০২৪ খ্রিষ্টাব্দের ৬১ জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে বোর্ড কতৃক নির্ধারিত ফির পরির্বতে তিনি তার ইচ্ছা অনুযায়ী প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৩৬০০ টাকা থেকে ৫২০০ টাকা পর্যন্ত আদায় করেছেন।
এ ছাড়া ফরম পূরণের পর ছাত্রদের কোচিং করানোর নাম করে জনপ্রতি ১৫০০ টাকা বাধ্যতামূলক আদায় করলেও কোনো কোচিং করানো হয়নি বলে অভিযোগ করেন একাধিক অভিভাবক।
এ ব্যাপারে অভিভাবকরা গত ৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযাগ দিয়েছেন।
প্রধান শিক্ষক একেএম আমীনুল হক অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি নেয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোন টাকা নেয়া হয়নি।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা বলেন, অনিয়মের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।