দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : স্বৈরাচার প্রতিরোধ দিবস স্মরণে ছাত্র-জনতার সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক লাভলী হক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম-আহ্বায়ক মাসুম রানা জয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ এবং নারায়ণগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন চৈতী।
বক্তারা বলেন, এরশাদ চলে গেলেও বাংলাদেশে গণতন্ত্র আসেনি। হাসিনা আজ এরশাদের জায়গা নিয়েছে। আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে আসছে। এর থেকে মুক্তির জন্য ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নাই।
উল্লেখ্য, ১৯৮৩ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষামন্ত্রী মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতির বিরোধিতা করে এবং স্বৈরাচার এরশাদের শাসনের বিরোধিতা করে ছাত্ররা মিছিল বের করে। সেই মিছিলে এরশাদের পুলিশবাহিনি গুলি চালালে নিহত হন দীপালি, জয়নাল, কাঞ্চনসহ নাম না জানা আরো অনেকে।