সারা দেশের মতো ঝালকাঠি জেলাজুড়েও রোববার শুরু হচ্ছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।
তবে কয়েকটি কেন্দ্র প্রত্যন্ত এলাকায় হওয়ায় এসব কেন্দ্রে ভিজিল্যান্স টিমকে পাহারা দেন কক্ষ পরিদর্শকরা। এ ছাড়াও শহরের মধ্যে কেন্দ্র হলেও বিশেষভাবে ভিন্ন কক্ষে পরীক্ষা নেয়া হয় একটি কলেজের পরীক্ষার্থীদের। যাতে পরীক্ষায় অংশগ্রহণকারীরা অসদুপায় অবলম্বন করতে পারেন।
অভিযোগ রয়েছে, কেন্দ্র পরিদর্শকদের কঠোর দায়িত্ব পালন না করতে পরীক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তোলা হয়। এর ফলে তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন না করে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগিতা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি সরকারী কলেজ কেন্দ্রের পুরাতন জরাজীর্ণ বিজ্ঞান ভবনে পরীক্ষা হয় রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের এইচএসসি ভোকেশনাল শাখার।
সদর উপজেলার বিনয়কাঠি শেরে বাংলা একে ফজলুল ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষা হয় সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে। একেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় শেরেবাংলা একে ফজলুল ডিগ্রি কলেজ, নবগ্রাম মডেল হাইস্কুল এন্ড কলেজ, জামিলা খাতুন স্কুল এন্ড কলেজ। গুয়াটন হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীসহ আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ ও সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেন। এসব কেন্দ্রে কঠোর নজরদারীর দাবি জানিয়েছেন শহরের বেশ কয়েকজন শিক্ষাবিদ।