বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর আজ জন্মদিন। তিনি ১৯২৩ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়ীয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী এবং মাতা উম্মে কবীর আফিয়া চৌধুরী। কবীর চৌধুরীর পৈতৃক নিবাস ছিলো নোয়াখালী জেলার চাটখিল থানার গোপাইরবাগ গ্রামে। তার স্ত্রী মেহের কবীর একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও সমাজকর্মী।
কবীর চৌধুরী ১৯৩৮ খ্রিষ্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৪০ খ্রিষ্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাস করেন।
১৯৪৪ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভের পর কবীর চৌধুরী পাবনা এডওয়ার্ড কলেজে অধ্যাপনায় নিয়োজিত হন। কিছুকাল তিনি শিক্ষা বিভাগীয় ও প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। তিনি বাংলা একাডেমির ডিরেক্টর এবং পরে ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন।
কবীর চৌধুরীকে ১৯৯৮ খ্রিষ্টাব্দে জাতীয় অধ্যাপকের মর্যাদায় ভূষিত করা হয়।