দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: হঠাৎ করে গজিয়ে উঠা একটি শিক্ষক সংগঠনের নাম বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৩০) সপ্তাহের শেষ কর্মদিবসে কারিগরি শিক্ষা বোর্ডের অফিসের মিলনায়তনে সংগঠনটি আয়োজন করেছে জাতীয় সম্মেলন।
জানা গেছে, সপ্তাহের শেষ কর্মদিবসে কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেন। এর মধ্যেই জাঁকজমকভাবে শিক্ষাবোর্ডের মিলনায়তনে আয়োজন করেছে তাদের প্রথম জাতীয় সম্মেলন। এতে করে অফিসের দৈনন্দিন কাজ ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মদিবসে সরকারি গুরুত্বপূর্ণ অফিসে কীভাবে একটি সংগঠন এভাবে অনুষ্ঠান করার অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই।
এদিকে অভিযোগ রয়েছে সংগঠনটির নেতৃস্থানীয় পদের অনেক শিক্ষক বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। এভাবে সম্মেলন আয়োজনের বিষয়ে জানার পরেও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন উর হক নিশ্চুপ রয়েছেন বলে অভিযোগ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। চেয়ারম্যানের নিশ্চুপ থাকার কারণ হিসাবে বোর্ডের কর্মকর্তারা বলছেন, আগামীতে বোর্ড চেয়ারম্যান বিসিএস শিক্ষা সমিতির নির্বাচন করবেন তাই তিনি কোন পক্ষকে নারাজ করতে চাইছেন না।
এবিষয়ে বক্তব্য জানার জন্য বোর্ড চেয়ারম্যানকে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেন নি।
এদিকে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহীর সাংসদ অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত থাকবেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান, প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন সাবেক মহাপরিচালক, নায়েম, শিক্ষা মন্ত্রণালয়; ব্যারিস্টার নূর-উস সাদিক চৌধুরী ডেপুটি এ্যাটর্নী জেনারেল; ড. মোঃ শাহজাহান আলম সাজু, সচিব বেসরকারী শিরীক কর্মচারী কারণে ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয়। তবে নানা তথ্য জানার পর অনেকেই আর আসবেননা বলে নিশ্চিত করেছেন। এভাবে কর্মদিবসে সম্মেলন আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন তারা। বিষয়টিতে নজর দেয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহায়তা চেয়েছেন।