সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেলো কলকাতার নিউ মার্কেট বৈদেশিক মুদ্রা বিনিময় সেবা কেন্দ্র গুলোতে৷ শুক্রবার মানি এক্সেচেঞ্জ এর দোকান গুলোতে সকাল থেকে দেখতে পাওয়া গেলো না কোনো গ্রাহক৷ বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে বাংলা টাকার দাম অনেকটাই পরে গেছে৷ পূর্বে যেখানে বাংলাদেশের ১০০ টাকায় পাওয়া যেতো ভারতীয় টাকায় ৭৪ টাকার কাছাকাছি৷ বর্তমানে বাংলা টাকার দাম নেমেছে অনেকটাই৷
শুক্রবার বিভিন্ন মুদ্রাবিনিময় কেন্দ্র গুলোতে দেখা গেলো কেউ দিতে চাইছেন ৬৬ টাকা আবার কেউ ৬৪ টাকার মধ্যে ৷ বেশির ভাগ কেন্দ্রগুলো আবার টাকা ভাঙাতে চাইছেন না ৷ অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এর ছাপা বাংলাদেশি টাকা হয়ত খুব তাড়াতাড়ি বাতিল হয়ে যাবে। কলকাতায় চিকিৎসা করাতে আসা বাংলাদেশি অনেক মানুষ পরেছেন বেশ সমস্যায়৷ চিকিৎসা, হোটেল খরচ সহ যাতায়াত এবং খাওয়া দাওয়া করার জন্য অনেকেই বাংলাদেশি মুদ্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা এক একটি কেন্দ্রে বিনিময় করে ভারতীয় টাকা নিতে চাইছেন৷ এই অবস্থায় কিছু ব্যবসায়ী টাকা বাতিল হতে পারে জানিয়ে বাংলাদেশি মানুষদের টাকা নিতে অনিচ্ছা প্রকাশ করছেন৷