কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগের নেতা - দৈনিকশিক্ষা

কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগের নেতা

দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী |

দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী: রাজশাহীর মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। একই সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও তিনি। অথচ এটি সরকারি চাকরিবিধির লঙ্ঘন ও আওয়ামী লীগের গঠনতন্ত্রেরও পরিপন্থী। সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে দুই পদে বহাল রয়েছেন, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে তার দাবি, তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

জানা যায়, টানা ১৫ বছর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। এর মধ্যেই ২০১৮ খ্রিষ্টাব্দের তাঁর কলেজ সরকারীকরণ হয়। কলেজের শিক্ষক-কর্মচারীরা গত বছরের মার্চ থেকে বেতন পাচ্ছেন সরকারি কলেজের স্কেলে। সরকারীকরণের পর রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষকেরা দলীয় পদ ছাড়লেও মফিজ উদ্দিন কবিরাজ ছাড়েননি। বরং কলেজ সরকারীকরণের পরও ২০২২ খ্রিষ্টাব্দের মে মাসে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবারও সাধারণ সম্পাদক হন তিনি। 

দলীয় নেতা-কর্মী ও কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের অত্যন্ত আস্থাভাজন অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়েন উদ্দিন দলীয় মনোনয়ন পাননি। এরপর থেকে রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় আয়েনের দুলাভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম। তাঁর অনুপস্থিতিতে মফিজ উদ্দিন সক্রিয় হয়ে উঠেছেন। সবশেষ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।  অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপটে আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন কবিরাজ নিয়মিত কলেজে যান না। কলেজের চেয়ে তিনি রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত থাকেন।

মফিজ উদ্দিন বলেন, ‘আমি আওয়ামী লীগ করি বলেই একটা পয়সা খরচ না করে এই কলেজ সরকারি হয়েছে। কলেজের উন্নয়ন হয়েছে। তারপরও আমি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জেলা আওয়ামী লীগ গ্রহণ করেছে কি না, আমি জানি না।’ 

তিনি আরও বলেন, ‘আমি ব্যানার আগে দেখিনি। পরে দেখেছি। আর মাত্র কয়েক মাস চাকরি আছে। এই সময়ে এসব প্রশ্ন করে কষ্ট না দিলেই খুশি হতাম।’

তবে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার বলেন, ‘মফিজ উদ্দিন কবিরাজ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন কি না, তা আমি জানি না। কোনো পদত্যাগপত্র আমি দেখিনি। পদত্যাগ করলে কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হতো, সেটাও হয়নি।’ তিনি বলেন, দলীয় পদে থেকে সরকারি চাকরি যেমন চাকরিবিধির লঙ্ঘন, তেমনি দলের গঠনতন্ত্রেরও পরিপন্থী। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. আলমগীর কবীর বলেন, ‘সরকারি চাকরি করে কেউ কোনো রাজনৈতিক দলের পদে থাকতে পারবেন না। এটা চাকরিবিধির লঙ্ঘন। অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের ক্ষেত্রে এমনটি ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ - dainik shiksha চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ ঢামেকে একজনের মৃত্যু - dainik shiksha ঢামেকে একজনের মৃত্যু জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ - dainik shiksha জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ - dainik shiksha বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর - dainik shiksha শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0033929347991943