দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্যের ওপরে পারিবারিক নির্দেশিকা বিষয়ক দিনব্যাপী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আযোজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। এ সময় অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার কে এম জামান, মো. মনিরুজ্জামান। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামীম আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠিত এ জনসচেতনতামূলক সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পিরোজপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা শামীম আহমেদ বলেন, পারিবারিক জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লেটে পরিবেশিত খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করে চলেছি।