পিরোজপুরের কাউখালী উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য সুধী সমাজের ব্যক্তিদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ,
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, আইনজীবী ও মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, দারুস সুন্নাত জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, সত্যেন্দ্রনাথ বন্দোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শামসুর রহমান মিজান, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান, সাহাপুরা নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি সিয়াম তালুকদার, মমিন ইউ আহামেদ ও হাফিজুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরির জন্য মা–বাবাকে শিক্ষকদের সঙ্গে সব বিষয়ে যোগাযোগ রক্ষা করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে শিক্ষকরা সব সময় চেষ্টা করেন।