পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মো. আলাউদ্দিন মোল্লা হিরনের বিরুদ্ধে এক গৃহবধূকে অনৈতিক প্রস্তাব ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, ওই গৃহবধূ হিরনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার পরিবারসহ তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অভিযুক্ত আলাউদ্দিন আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামের মো. ইউসুব মোল্লার পুত্র।
জানা গেছে, আলাউদ্দিনের স্কুল সংলগ্ন ফ্লেক্সি লোডের দোকানে কিছুদিন আগে পশ্চিম আমরাজুড়ি গ্রামের ওই গৃহবধূ তার মোবাইলে টাকা রিচার্জের জন্য যান। এ সময় আলাউদ্দিন ওই গৃহবধূর মোবাইল নম্বরটি তার সংগ্রহে রেখে সে বিভিন্ন সময়ে ফোনে অনৈতিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ভয় ভীতি ও হুমকি দিয়ে আসছে। ওই গৃহবধূ কয়েকদিন আগে সন্ধ্যার দিকে তার ট্রলারচালক স্বামীকে এগিয়ে নেয়ার জন্য স্কুল সংলগ্ন লিপি বেগমের দোকানের কাছে আসলে আলাউদ্দিন পেছন থেকে এসে ওই গৃহবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ সময় ওই গৃহবধূ ডাক চিৎকার দিলে স্হানীয়রা এগিয়ে এলে আলাউদ্দিন তাকে ছেড়ে দেন। পরে বিষয়টি আলাউদ্দিন স্হানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে গৃহবধূ ও তার স্বামীকে খুন জখমের হুমকি দেয়। গৃহবধূ এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার কাছে একটি লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী নারীর স্বামী রাসেল বলেন, আলাউদ্দিন আমার স্ত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেয় এতে সে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখায়। বিষয়টি আমাকে জানালে আমি হিরনকে আমার স্ত্রীকে বিরক্ত না করার জন্য বললে সে আমাকে এলাকা ছাড়ার হুমকি দেয়। হিরনের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমি তার বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন হিরনের কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সে এবিষয়ে কোনো কথা বলতে রাজি না বলে জানান।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. মনিবুর রহমান বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে ওই এলাকার এক গৃহবধূ তাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি চেষ্টার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছেন। আলাউদ্দিন নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাজির হলে তিনি তাকে ভৎসনা করে বিষয়টি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বেতন-ভাতা বন্ধ রাখার জন্য বলেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধূকে কুপ্রস্তব দেয়াসহ শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে।