বেতন বৈষম্য দূর করাসহ তিন দাবি জানিয়েছে সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারিকরা। গতকাল রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের লাইব্রেরিয়ান পেশাজীবীদের ব্যানারে মানববন্ধন করা হয়।
মনববন্ধনে বক্তারা বলেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সংখ্যা ১৬৪টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের গ্রন্থাগারিকদের বেতন গ্রেড-১৩, ১৪ যা খুব অমানবিক ও বৈষম্যমূলক। দ্রুত তাদের এই বেতন বৈষম্যসহ কয়েকটি দাবি পূরণ করার দাবি জানানো হয়েছে।
তাদের দাবিগুলো হলো: বর্তমান গ্রন্থাগারিক পদটি সব সরকারি এবং বেসরকারি স্কুল ও কলেজের মতো ৯ম গ্রেডে পরিবর্তন করতে হবে। উচ্চতর পদোন্নতির ব্যবস্থা রাখতে হবে। বেসরকারি স্কুল কলেজের মতো এই পদটি ‘গ্রন্থগার প্রভাষক’-এ পরিবর্তন করতে হবে।
মানববন্ধনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের লাইব্রেরিয়ানরা উপস্থিত ছিলেন।