জটিলতার কারণে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উপবৃত্তি কার্যক্রম থেকে বাদপড়া শিক্ষার্থীদের ব্লকড ও বাউন্সড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৭ অক্টোবরের মধ্যে জটিলতায় পড়া ১৩ হাজার ৪৭১টি অ্যাকাউন্ট সংশোধন করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদানের চলমান কার্যক্রমে উপবৃত্তি দেয়ার ৪১৬টি অ্যাকাউন্ট ছাড়া বাকি ৫ হাজার ২৯৪টি ব্লকড ও ১২টি পেরোলের ৮ হাজার ১৭৭টি বাউন্সড ব্যাকড অ্যাকাউন্টসহ মোট ১৩ হাজার্ ৪৭১টি মোবাউল ব্যাংকিং অ্যাকাউন্ট ডিটিই উপবৃত্তি এমআইএস সফটওয়্যারের মাধ্যমে নির্দেশনার অনুযায়ী সংশোধন করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।