বরিশালে কলেজছাত্র রকিবুল ইসলাম রিজনকে কুপিয়ে হত্যাচেষ্টায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রোববার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বরিশাল কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজসহ আটটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষার্থী এইচএম রাব্বির নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মনিরুজ্জামান খান, মোহাম্মদ মঈন, নোমান, আহতের বোন সুমাইয়া আক্তার, টুম্পা আক্তার, সায়মন হোসেন, আব্দুল জব্বারসহ অনেকে।
অভিযোগ উঠেছে, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় গত ১৫ মার্চ বিকেলে নগরীর কাশিপুরের ইছাকাঠী প্রধান সড়কে শিক্ষার্থী রিজনকে হত্যার চেষ্টা করা হয়।
এসময় আহত রিজনকে এলাকাবাসী উদ্ধার করতে গেলে তাদেরও হুমকি দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে রিজনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থার অবনতী ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা।
এ ঘটনায় আহতে মা রুবিনা বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় নামধারী সাতজনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।