কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৩৬ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।
শনিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে চৌদ্দজন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় দুইজন, উলিপুর থানায় আটজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় তিনজন।
জানা যায়, সিআর ওয়ারেন্ট মুলে সদর থানায় একজন, উলিপুর থানায় পাঁচজন, ফুলবাড়ী থানায় চারজন, চিলমারী থানায় একজন, রৌমারী থানায় একজন, সাজা জিআর ওয়ারেন্ট মূলে দুইজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে একজন, নিয়মিত মামলায় দুইজন, পূর্বের মামলায় পাঁচজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জনকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।