কুবিতে পরীক্ষার ফরম পূরণে ভোগান্তি, শিক্ষার্থীদের ক্ষোভ - দৈনিকশিক্ষা

কুবিতে পরীক্ষার ফরম পূরণে ভোগান্তি, শিক্ষার্থীদের ক্ষোভ

কুবি প্রতিনিধি |

সেমিস্টার ফাইনালের ফরম পূরণ নিয়ে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)  বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। অবিলম্বে ফরম পূরণ প্রক্রিয়া সহজ ও আধুনিক করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৬১তম একাডেমিক কাউন্সিলের সুপারিশে এবং ৮০তম সিন্ডিকেট সভায় অনুমোদনের ভিত্তিতে ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের প্রথমে বিভাগ থেকে ফরম সংগ্রহ করার পর পূরণ করে হলে জমা দিতে হয়। তারপর সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের স্বাক্ষর শেষে ফরমগুলো নিজ নিজ বিভাগে টাকা জমার রশিদসহ জমা দিতে হয়। বিভাগ ফরমগুলো যাচাই-বাছাই করে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠায়। এতে একজন শিক্ষার্থীকে এক ভবন থেকে অন্য ভবনে আসা-যাওয়া করতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহীদ সুজন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা বিভাগ থেকে ফরম নিয়ে হলে গেলে অনেক সময় স্বাক্ষরের জন্য শিক্ষকদের পাই না। তখন ফরম জমা রেখে যাওয়ার জন্য বলা হয়। পরের দিন এসে সেই ফরম সংগ্রহ করে বিভাগে জমা দিতে হয়। এছাড়া শেষ তারিখ পর্যন্ত ফরম পূরণ করার ক্ষেত্রে আরো জটিলতার মধ্যে পড়তে হয়। আমরা যারা শহরে থাকি তাদের জন্য এই প্রক্রিয়াটা অনেক কষ্টকর। শহর থেকে আসা যাওয়া এবং দুই দিন ধরে ফরম নিয়ে এক ভবন থেকে অন্য ভবনে ঘোরায় আমাদের সময় ও পড়ালেখার ক্ষতি হয়।

রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসা. শান্তা আক্তার বলেন, এই প্রক্রিয়াটি জটিল বিষয়। এতে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিভাগ থেকে ফরম নিয়ে আবার হলে জমা দেয়া, সেখান থেকে তা এনে আবার বিভাগে জমা দিতে হচ্ছে। বিভাগ যদি সকলেরটা একত্রে সমাধান করে তাহলে আমাদের শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ নূরুল করিম চৌধুরী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ফরম পূরণে সহজীকরণের প্রক্রিয়া চলছে। ইআরপি সফটওয়্যার টেন্ডার দেয়া হয়েছে। আশা করি ইআরপি সফটওয়্যারটা আমরা অল্প সময়ের মধ্যে পেয়ে যাবো। এটি পেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এই প্রক্রিয়া সহজ করার জন্য আমরা কাজ করছি। কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারে এমন প্রতিষ্ঠানকেই কাজটি দেয়া হবে। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

একাদশ-দ্বাদশ বাংলা-ইংরেজির সিলেবাস প্রকাশ - dainik shiksha একাদশ-দ্বাদশ বাংলা-ইংরেজির সিলেবাস প্রকাশ ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঠুঁটো জগন্নাথ অধ্যাপকের পকেটে ৬০ লাখ টাকা - dainik shiksha ঠুঁটো জগন্নাথ অধ্যাপকের পকেটে ৬০ লাখ টাকা সব কয়টারে গু*লি কইরা মা*রমু - dainik shiksha সব কয়টারে গু*লি কইরা মা*রমু স্কুলে ভর্তি: সরকারিতে জোয়ার, বেসরকারিতে ভাটা - dainik shiksha স্কুলে ভর্তি: সরকারিতে জোয়ার, বেসরকারিতে ভাটা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি যৌক্তিক: ধর্ম উপদেষ্টা - dainik shiksha স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি যৌক্তিক: ধর্ম উপদেষ্টা please click here to view dainikshiksha website Execution time: 0.0032541751861572