কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণ দেখিয়ে এবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া। শিক্ষক নিয়োগে অনিয়ম, প্রক্টরের অবৈধ অনলাইন পিএইচডি ডিগ্রির অনুমোদন, নিয়মবহির্ভূত পদোন্নতি, বিভাগীয় প্রধানদের দায়িত্ব হস্তান্তর না করাসহ বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মাহবুবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়। এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর তিনি গণমাধ্যম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমার সহকর্মীরা গত দুই বছর ধরে যে ধরনের অন্যায়ের শিকার হয়েছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন আর কখনও হয়নি। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক পদে থাকা নৈতিক মনে করি না বলে আমি পদত্যাগ করেছি।
এসব ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রশাসনের বিভিন্ন অব্যবস্থাপনার কারণ দেখিয়ে পদত্যাগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো: তোফায়েল হোসেন মজুমদার।