কুবি ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে বকেয়া ১৬ লাখ - দৈনিকশিক্ষা

কুবি ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে বকেয়া ১৬ লাখ

দৈনিক শিক্ষাডটকম, কুবি |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও পার্শ্ববর্তী হোটেল, মুদি ও চায়ের দোকানে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় ১৬ লাখ টাকা বাকির অভিযোগ পাওয়া গেছে। ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০ দোকান-মালিকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর কুবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হলে বাকি টাকা আদায়ের বিষয়ে দুশ্চিন্তায় পড়েছেন দোকান-মালিকরা। ভুক্তভোগীরা বলছেন, দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা খাবার ও অন্যান্য পণ্য বাকিতে নিয়ে পরিশোধ না করেই চলে গেছেন।

বিভিন্ন হোটেল ও দোকান-মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাকির পরিমাণ ২ লাখ টাকা, ক্যাম্পাস পার্শ্ববর্তী মামা হোটেলে ১০ লাখ, নবী মামার হোটেলে ৪ লাখ, ভূঁইয়া জেনারেল স্টোরে ২০ হাজার এবং মির্জা ভেরাইটিজ স্টোরে ১০ হাজার টাকা বাকি রয়েছে।

দোকানিদের তথ্য মতে প্রথম সারির বাকি খাওয়া ব্যক্তিরা হলেন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, ২০১৭ খ্রিষ্টাব্দে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন মাসুম ও আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিব, দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ অনেকে। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তারা। 

এ ব্যাপারে জানতে চাইলে কুবি ক্যাফেটেরিয়ার পরিচালক মান্নান মজুমদার বলেন, ছাত্রলীগের বাকি খাওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী আমি। তাদের বিভিন্ন প্রোগ্রামের খাবার সরবরাহ করেছি। বাকির পরিমাণ এখন ২ লাখ টাকার বেশি। সরকারের পতনের পর অনেকের সঙ্গে কথা বলেছি। সবাই আশ্বাস দিয়েছে কিন্তু কেউই টাকা পরিশোধ করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি টাকা ফেরত না পেলে বাকির তালিকা ক্যাম্পাস গেটে ঝুলিয়ে দেব এবং প্রক্টর বরাবর অভিযোগ জানাব।

ক্যাম্পাস-সংলগ্ন মামা হোটেলের মালিক আবদুল মান্নান বলেন, হাসিনা সরকারের পতনের পর এখন শান্তিতে ব্যবসা করছি। গত ১৮ বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার হোটেল থেকে ১০ লাখ টাকার বেশি বাকি খেয়েছে। এর মধ্যে মাত্র চারজন টাকা দিয়েছে। ইলিয়াস আর মাসুম থাকা অবস্থায় বেশি সমস্যা হয়েছিল। এখন আর ঝামেলা নেই।

বাকি খাওয়া ব্যক্তিদের নাম কেন প্রকাশ করবেন না এমন প্রশ্ন করা হলে অধিকাংশ দোকান মালিকরা বলেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে তাদের জন্য সেটা হুমকি হয়ে দাঁড়াবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। যদি সঠিক তথ্যসহ কেউ অভিযোগ দেয়, আমরা তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাব।

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0032820701599121