করোনাকালীন সময়ের ১২ মাসের আবাসন ফি এবং ২০২১-২২ অর্থবছরের পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের সিন্ডিকেট সভা শেষে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
গত জুনে পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তবে বিভাগগুলো কোনও চিঠি বা নোটিশ না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি। ১৩ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল তা বাস্তবায়নের সুপারিশ করে। পরে মঙ্গলবার তা সিন্ডিকেট চূড়ান্ত করে।
যারা করোনাকালীন সময়ে ফর্ম ফিলাপ করার সময় পরিবহন ফি এবং আবাসন ফি প্রদান করেছে তাদের ব্যাপারে কি হবে জানতে চাইলে অর্থ দপ্তরের পরিচালক কামাল উদ্দিন ভুইয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, 'যারা প্রদান করেছে তারা পরবর্তী কোন কিছুর সাথে সমন্বয় করে নেবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া জটিল ব্যাপার। তাই যারা জমা দিয়েছে তারা পরবর্তীতে সমন্বয় করে নেবে।'