কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিরাপত্তা বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষি ব্যবসায় মূল্য সংযোজনের জন্য সরকার কৃষক ও উদ্যোক্তাদের উচ্চ মূল্যের নগদ ফসল উৎপাদনে সহায়তা করছে। কৃষির আধুনিকায়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণা জরুরি।
বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) যৌথ সহযোগিতায় এগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা বাংলাদেশের কৃষিতে অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াসমিন কামালও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অনারারি সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক নজরুল ইসলাম।