এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিলেও ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ তালিকায় ৪৪টি কলেজ রয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সাধারণ ধারার শিক্ষা বোর্ডগুলোর কাছে প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাধারণ ধারার বোর্ডগুলোর কাছে শূন্যপাস করা প্রতিষ্ঠানগুলো তথ্য চাওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি অর্থাৎ পাসের হার শূন্য সেসব প্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে সাধারণ শিক্ষা বোর্ডগুলোকে।
এ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে এ কর্মকর্তা আরও বলেন, কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে মন্তব্য করতে পারছি না। আমরা তথ্য সংগ্রহ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন, কি ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, গতকাল বুধবার শূন্যপাস করা প্রতিষ্ঠানগুলোর তালিকা চেয়ে সব শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত শূন্যপাস করা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হয়। অধিদপ্তরের মাধ্যমে তাদের শোকজ করা হয়। কিন্তু এবার তা নাও হতে পারে। ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসিতে ৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে না পারলেও সে সংখ্যা বেড়ে ২০২২ খ্রিষ্টাব্দে ৫০ হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, শূন্যপাস করা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে কর্মশালার আয়োজন করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।