শিক্ষামন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথমেই সামনে এসেছিলো এসএসসি পরীক্ষা। সেই পরীক্ষার কেন্দ্রে ডজন ডজন ক্যামেরা নিয়ে পরীক্ষার্থীদের সময় নষ্ট করে ফটোসেশন তোলা থেকে বিরত থেকেছিলেন। এবার ৩০ জুন থেকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার কেন্দ্রও পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আগামীকাল রোববার (৩০ জুন থেকে) সিলেট বাদে বাকি বিভাগগুলোতে শুরু হবে এই পরীক্ষা।
শিক্ষা বিষয়ক দেশের একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম গত ১৪ বছর ধরে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব ও তাদের সাঙ্গপাঙ্গদের পাবলিক পরীক্ষার হলে ঢুকে ফটো সেশনের ক্ষতিকর দিকগেুলো তুলে ধরছে। কোনো কোনো মন্ত্রী-সচিব বিষয়টির সঙ্গে একমত পোষণ করে বিরত থেকেছেন। আবার ক্যামেরাক্রেজি কেউ কেউ চালিয়ে গেছেন। কেউবার সমালোচনার মুখে ফটোসেশন সংক্ষিপ্ত করেছেন।
আরো পড়ুন: পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ন্যায় এবারও পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী। তবে তিনি বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।
আরো পড়ুন: পরীক্ষাসন্ত্রস্ত জাতির পরীক্ষার হলে শিক্ষক প্রতিমন্ত্রীর ফটোসেশন
শিক্ষার্থীদের ওপর যাতে মানসিক চাপ তৈরি না হয়, সেজন্য গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন শিক্ষামন্ত্রী।