ঢাকা-১৬ আসনের টানা চারবারের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাহ সব শিক্ষককে কোচিং সেন্টার বন্ধ করতে বলেছেন।
তিনি বলেন, আমি প্রতিষ্ঠানের সব শিক্ষককে বলতে চাই কোচিং সেন্টার বন্ধ করতে হবে। যদি মনে করেন স্কুল বাদ দিয়ে কোচিং সেন্টার করবেন, প্রতিষ্ঠান বাদ দিয়ে আপনি কোচিং সেন্টার করেন তাতে আমার কোনো সমস্যা নেই।
গতকাল সোমবার দুপুরে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবেরটরী ইনস্টিটিউট-এর দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাসায় কোনো কোচিং চলবে না। এই মিরপুর এলাকায় কোনো কোচিং থাকবে না। এটার রেকর্ড করতে হবে। কোনো শিক্ষক-শিক্ষিকা যদি কোচিং করান আর আমরা যদি তা জানতে পারি তাহলে গভর্নিং বডির সদস্য ও প্রধান শিক্ষকে বলবো কঠোর ব্যবস্থা নেবেন।
তিনি আরো বলেন, সব শিক্ষক-শিক্ষিকাকে বলবো এখন থেকে টার্গেট নেন ২০২৫ খ্রিষ্টাব্দে আমরা ১০০ তে ১০০ ভালো ফল করবো। ভালো ফলের জন্য বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করতে হবে এবং তারপরে শিক্ষকদের মনোযোগী হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা বেশি করে পড়াশোনা করবে। বাসায় জোরে জোরে পড়বে যাতে পাশের রুম থেকে তোমার মা পড়ার আওয়াজ শুনতে পান। যদি কোনো বিষয়ে তোমার সমস্যা থাকে সেটা নিয়ে ক্লাস টিচারের সঙ্গে কথা বলবে। দরকার হলে শিক্ষকরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করবেন।
ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, স্কুলে শিক্ষক-শিক্ষিকার দায়িত্ব নেবেন আর বাসায় কোচিং করাবেন, এটা হয় না। ছাত্র-ছাত্রীদের হুমকি দেবেন পড়ার জন্য-এই মন-মানসিকতা থেকে আপনারা বের হয়ে যান।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।