ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফোকাস কোচিং সেন্টার (বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং) থেকে আটক ২৬ শিক্ষার্থীকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
ফেনীর গোয়েন্দা পুলিশ সূত্রের দাবি, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফোকাস কোচিং সেন্টারে শিবিরের নেতাকর্মীরা সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনায় মিটিং করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিপুলসংখ্যক গোয়েন্দা পুলিশ সেখানে হানা দেয়। এ সময় ২৬ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ ফারুক বাদী হয়ে রাতে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, নাশকতার পরিকল্পনা করতে শিবির কর্মীরা কোচিং সেন্টারে জড়ো হয়। সেখানে অভিযান চালিয়ে ৬টি ককটেল উদ্ধার ও বেশ কিছু বইপত্র জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে কোচিং সেন্টারের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
গ্রেফতার এক শিক্ষার্থীর অভিভাবক জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি হতে তার ছেলে এখানে গত কয়েক মাস ধরে কোচিং করে আসছিল। গত মঙ্গলবার এখানে বিতর্ক কর্মশালা ছিল। কর্মশালা চলাকালে পুলিশ এখানে অভিযান চালায় বলে তিনি শুনেছেন। বিকেলে বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী কোচিং সেন্টারটি ঘেরাও করে পুলিশে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এদিকে, আটক শিক্ষার্থীদের গতকাল ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।