চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় আরেক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক জানান, ওই ব্যক্তিকে তিনি পপুলার হাসপাতাল থেকে নিয়ে এসেছেন। সিটি কলেজের সামনে সংঘর্ষে ওই যুবক আহত হন বলে তিনি শুনেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের সামনে এক ব্যক্তি পড়ে ছিলেন। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নেয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢাকা সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যাকে আনা হয়েছে, কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন। এর আগে বিকেলে ঢাকা কলেজের সামনে থেকেও একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।