জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং ১০ জানুয়ারি ২০২৪ এ সংশোধিত পরিপত্র অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
যা যা প্রয়োজন
প্রতিষ্ঠানের নাম: কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়
পদের বিবরণ:
১। আয়া- ১জন (নবসৃষ্ট পদ)
২। কম্পিউটার ল্যাব অপারেটর- ১জন
বেতন: আয়া পদে (৮,২৫০-২০,০১০/-, গ্রেড-২০) । কম্পিউটার ল্যাব অপারেটর পদে ( ৯,৩০০-২২,৪৯০/-, গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: আয়া পদে অষ্টম শ্রেণি পাস। কম্পিউটার ল্যাব অপারেটর পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অথবা কম্পিউটার/আইসিটি বিষয়সহ বিজ্ঞান। বিভাগে এইচএসসি/সমমান অথবা এইচএসসি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। এ ক্ষেত্রে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সোনালী ব্যাংক, আগৈলঝাড়া শাখার অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, আইডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্র (সত্যায়িত) প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের আবেদন করতে হবে।
উল্লেখ্য, সমপদে ইনডেক্সধারী প্রার্থীর বয়সসীমা শিথিলযোগ্য এবং ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগ:- প্রধান শিক্ষক, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: কোদালধোয়া, উপজেলা: আগৈলঝাড়া, জেলা: বরিশাল।