দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ট্রেন থেকে নামতে গিয়ে পায়ে আঘাত পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক আনু মুহাম্মদ কোনো কিছুর সহায়তা ছাড়াই হাঁটতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার এ তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।
তিনি বলেন, আনু মুহাম্মদ ভালো আছেন। আশা করছি, তিনি কোনো কিছুর সহায়তা ছাড়া এবং জুতা-মোজা পরেই হাঁটাচলা করতে পারবেন।
গত রোববার আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙুলগুলোতে অস্ত্রোপচার করা হয়েছে জানিয়ে ডা. তরিকুল ইসলাম বলেন, চার ঘণ্টা অস্ত্রোপচার হয়।
২১ এপ্রিল সকালে রাজধানীর খিলগাঁও ক্রসিংয়ে ট্রেন থেকে নামতে গিয়ে আহত হন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। দু’দিন পর ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।