ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার দলের সাথে অনুশীলন শুরু করেছেন। শনিবার তিনি দলের সাথে বল নিয়ে প্র্যাকটিসে যোগ দেন। এর ফলে ব্রাজিল শিবিরে ফিরে এসেছে উচ্ছাস। তবে নেইমার শেষ ষোল’র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলার সময় গোড়ালীতে আঘাত পান নেইমার। এর ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। তখনই দলের ডাক্তাররা জানিয়েছিলেন নেইমার হয়তো নক আউট পর্বে মাঠে ফিরতে পারবেনা।
ক্যামেরুনের সাথে শেষ ম্যাচ মাঠে থেকেই দেখেন নেইমার। তখন তাকে স্বাভাবিকভাবেই হাটতে দেখা যায়। ব্রাজিল দলের ডাক্তার রড্রিগো লাসমার বলেছেন, ‘নেইমারের শেষ ষোল’র ম্যাচে খেলার সম্ভাবনা আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের অপেক্ষা করতে হবে। শনিবার তিনি অনুশীলন করেছেন। এখন দেখতে হবে তার অবস্থা কী।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্যামেরুন ম্যাচে যারা বদলি হিসেবে ছিলেন তাদের সাথে নেইমার অনুশীলন করছেন। তিনি দুই পায়েই বল শট মারতে পারছেন। দলের অপর দুই খেলোয়াড় সম্পর্কে জানা গেছে দানিলো দ্রুত সেরে উঠছেন। অ্যালেক্স স্যান্ড্রো অবস্থাও ইতিবাচক। এ দুজনকেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া যাবে বলে আশা করছেন ব্রাজিল।