সদ্য প্রকাশিত ৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন। গত বৃহস্পতিবার এ বিসিএসের ফল প্রকাশ করা হয়।
সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী লোকমান হোসাইন (শিক্ষা), লোকপ্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের মো. ইমাম হোসাইন, অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আফসানা ঝর্ণা (শিক্ষা), অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী সোলাইমান হোসাইন (শিক্ষা), অর্থনীতি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জাহিদ ইলিয়াস (প্রশাসন), বাংলা বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সুনিয়া সুলতানা লাকি (শিক্ষা), লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ডিম্পলি পুতুল (প্রশাসন), গণিত বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ওলি আহমেদ রায়হান (শিক্ষা), পরিসংখ্যান বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সুমি সরকার (শিক্ষা), আইসিটি বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী নাজমুল রাসেল (পরিবার পরিকল্পনা), ব্যবস্থাপনা বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি (শিক্ষা)ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইরফান আহমেদ (শিক্ষা)।
পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আইসিটি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী নাজমুল রাসেল জানান, ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করি। এরপর ৪০ তম বিসিএস দেই কিন্তু হয়নি। শেষে ৪১ তম বিসিএসে আমার লক্ষে পৌঁছাই। এর মাঝখানে আরো বেশ কয়েকটি চাকরি আমার হয়েছিলো। আমি আমার এই অর্জনে খুবই আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে আমার মা, কোচিংয়ের টিচার্স, আমার নিজের পরিশ্রম, সবকিছুর সম্মিলিত প্রচেষ্টায় আমি এ সফলতা অর্জন করতে পেরেছি।
এবারের ৪১তম বিসিএস পরীক্ষায় ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন পদে ক্যাডার হিসেবে সুপারিশ করা হয়েছে।