দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দীর্ঘদিন ধরে অসুস্থ রঞ্জিত বেপারীর ৫-৬ মাস আগে একটা অপারেশন করিয়েছেন। জমানো টাকা যা ছিলো তা আগেই শেষ! এখন দুই সন্তান, স্ত্রী নিয়ে চরম সংকটে জীবন কাটছে তার। এরই মধ্যে হঠাৎ বজ্রপাতের মতো মারাত্মক দুঃসংবাদ এলো ব্লাড ক্যানসারে আক্রান্ত তিনি।
জীবন সংগ্রামে বাধ্য হয়ে তিনি এখন মানুষের কাছে হাত পাতছেন। তাকে ০১৭৪৭৯৯৫৭২৬ (বিকাশ) ০১৯১৭৫৪৬২৭২ (নগদ) এই নম্বর দুটিতে সহযোগিতা পাঠানোর অনুরোধও করেছেন তিনি।
দুই বছর বয়সে তার বাবা মারা যান ফলে জীবন সংগ্রামে একাই লড়তে হয়েছে তাকে। কিন্তু মাত্র ৩৫ বছরেই তার এ মহাসংকট। ঘাতক ব্যাধি ব্লাড ক্যানসার তার শরীরে বাসা বেঁধেছে। রঞ্জিতের স্বজনেরা জানান, বরিশালে ডাক্তার দেখানোর পরে ওখান থেকে ঢাকায় পাঠান চিকিৎসকেরা।
ঢাকায় বিভিন্ন পরীক্ষা করে ডাক্তার ব্লাড ক্যানসার শনাক্ত করে দ্রুত ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলেছেন। এখন তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো কোনো টাকা পয়সা নেই।
রঞ্জিতের বিধবা মায়ের আকুতি, তার দুই সন্তান ও স্ত্রী’র কথা বিবেচনা করে যে যতোটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।