ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - দৈনিকশিক্ষা

বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে প্রতারণাক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মো. খায়রুল বাশারের বিরুদ্ধে গতকালও বিক্ষোভ করেছে ভুক্তভোগী ছাত্রসমাজ। জাতীয় প্রেসক্লাবেরও সামনে আয়োজিত মানববন্ধনে বাশারকে গ্রেফতার করে অবিলম্বে টাকা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তারা। আগের দিন রোববারও প্রতারিত এক দল শিক্ষার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেন। তার আগে গত ১৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে তারা টাকা হাতিয়ে বাশারের সটকে পড়ার গল্প শোনান।  

গতকালের মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং পৃথিবীর উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেখানে পাঠাতে পারেনি। বিদেশি কলেজগুলোর ভুয়া অফার লেটার তৈরি করে টাকা না পাঠিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। এরকম ভুক্তভোগীর সংখ্যা হাজারের বেশি। তিনি গড়ে ২০ লাখ টাকা করে নিয়েছেন। তাদের দেয়া লিস্ট অনুযায়ী ৮৫০ এর বেশি শিক্ষার্থীকে বিদেশ পাঠানো যায়নি। কিন্তু আমাদের ধারণা ২ হাজারের বেশি শিক্ষার্থী তার প্রতারণার শিকার হয়েছেন। সে অনুযায়ী তিনি প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

আমির জাহেদ নামে এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টাকা ফেরত চাইলে টালবাহানা করে সময়ক্ষেপণ করা হয়েছে। যার ফলে অধিকাংশ ছাত্রছাত্রীর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়েছে, উচ্চ শিক্ষার স্বপ্ন ভেঙে গেছে এবং আর্থিকভাবে প্রতিটি পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পরে অনেক দেনদরবার করার পর পাওনা টাকার বিপরীতে বিএসবি কর্তৃপক্ষ অনেক পাওনাদারকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খাইরুল বাশারের সই করা চেক দিলেও তা ব্যাংক কর্তৃক প্রত্যাখান করেছে।

তিনি বলেন, টাকা উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করা হলে এবং পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে গেলে বাশারের গুন্ডাবাহিনী আক্রমণ চালায়। এছাড়া পাওনাদারদের টাকা না দেয়ার হুমকিও দেয়া হয়েছে। সবশেষ গত ২৭ আগস্ট পাওনা টাকা ৩ কিস্তিতে (২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর) পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রথম কিস্তি পরিশোধের দিনই গুন্ডাবাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। আমরা নিরুপায় হয়ে টাকা উদ্ধার ও নিরাপত্তার জন্য অনেকে জিডি, প্রতারণা ও চেক জালিয়াতির মামলা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।

এখন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করে সব মোবাইল নম্বর বন্ধ করে রাখা হয়েছে। চেয়ারম্যান খাইরুল বাশার অজ্ঞাতস্থানে আত্মগোপনে রয়েছেন। তাই আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি। 

এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা জীবন রক্ষার্থে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাদ্রাসার এডহক কমিটিও নিয়োগ দিতে পারবে - dainik shiksha মাদ্রাসার এডহক কমিটিও নিয়োগ দিতে পারবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সোশ্যাল জাস্টিস শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত - dainik shiksha সোশ্যাল জাস্টিস শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত please click here to view dainikshiksha website Execution time: 0.0029730796813965