ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় গ্রেফতার ও এক বছরের বেশি সময় ধরে কারাগারে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার নিঃশর্ত মুক্তি ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে দুই হাজার স্বাক্ষর সংবলিত স্মারকরিপি উপাচার্যকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি শেষে উপাচার্য বরাবর এ স্মরকলিপি দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অসুস্থতার কারণে ছুটিতে থাকায় উপাচার্যের পক্ষে স্বারকলিপি ও স্বাক্ষরের কপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।
মানববন্ধনে শিক্ষার্থীরা খাদিজার মুক্তির দাবি জানিয়ে বলেন, খাদিজাতুল কুবরাকে বিনা বিচারে এক বছরের বেশি সময় ধরে আটক রাখা হয়েছে। তার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণ প্রমাণ করে খাদিজার প্রতি জুলুম করা হচ্ছে। আমরা খাদিজার মুক্তিসহ সাইবার নিরাপত্তা আইনের বাতিল চাই। আর কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যেনো খাদিজার মত জুলুমের শিকার না হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, খাদিজার বিরুদ্ধে মামলা দায়ের করা কলাবাগান ও নিউ মার্কেট থানা আজও তার বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করতে পারেনি। তাহলে কেনো তাকে দীর্ঘদিন আটকে রাখা হলো? যখন খাদিজার মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলন হয়েছে, তখন আমাদের বিশ্বিবদ্যালয় থেকে কোনো আন্দোলন হয়নি। এরপর আমরা সোচ্চার হয়েছি, সেখানেও আমাদেরকে বাধা দেয়া হয়েছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান চর্চার প্রতিষ্ঠান। আজকে আমরা সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। একজন শিক্ষার্থীকে এক বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক রাখা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিশ্চুপ আচরণ মেনে নেয়া যায় না।