রাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তরের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ, বাংলা বিভাগের অধ্যাপক আ ক ম মাসুদ রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ মাহমুদ জামান কাদেরি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদি হাসান মুন্না, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলী প্রমুখ বক্তব্য রাখেন।