খাদ্য অধিদপ্তরের নয়টি পদের নিয়োগ দ্রুত সম্পন্ন ও চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে অনশন করছেন চাকরিপ্রার্থীরা। রোববার সকাল থেকে রাজধানীর আবদুল গণি রোডে খাদ্য অধিদপ্তরের সামনে অনশন শুরু করেন তারা। দুপুরে ‘গণঅনশন’ কর্মসূচি শেষ করেন তারা।
প্রার্থীরা বলেন, খাদ্য অধিদপ্তর ২০১৮ খ্রিষ্টাব্দে ২৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ১৪ পদের ফল অনেক আগেই প্রকাশ হয়েছে। আর একটি পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। বাকি নয়টি পদের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। দীর্ঘদিনেও চূড়ান্ত ফল না পেয়ে আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। আমরা টাকা দিয়ে আবেদন করেছি, পড়াশোনা করে লিখিত পরীক্ষায় পাস করেছি, এরপর ভাইভা দিয়েছি। আমরা দ্রুত ফল প্রকাশ চাই। আমরা গণঅনশন করলেও অধিদপ্তরের কেউ কথা বলতে বা সহানুভূতি জানাতে আসেননি।
প্রার্থীরা আরও বলেন, ফলের দাবিতে আমরা একাধিকবার মানববন্ধন করেছি। রোববার একদিনের গণঅনশন করছি। ফল প্রকাশিত না হওয়ায় আমরা চরম অনিশ্চয়তায় আছি। দ্রুত ফল প্রকাশ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
অনশন কর্মসূচিতে প্রার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো, অতিদ্রুত স্বচ্ছতার সঙ্গে চূড়ান্ত ফল প্রকাশ করা, পদসংখ্যা বৃদ্ধি করা ও প্যানেলের মাধ্যমে অধিকসংখ্যক প্রার্থীকে নিয়োগ দেয়া।
২০১৮ খ্রিষ্টাব্দের ১১ জুলাই খাদ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৪টি পদে মোট ১ হাজার ১৬৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ১৪ লাখ প্রার্থী। ২০২১ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর থেকে ২০২২ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি পর্যন্ত লিখিত বা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ খ্রিষ্টাব্দের ২৭ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভাইভা হয়। এর মধ্যে ১৪ পদের ফল প্রকাশ হয়েছে। বাকি ৯টি পদের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। যে নয়টি পদের ফল প্রকাশ হয়নি সেগুলো হলো, উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, উচ্চমান সহকারী, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অডিটর, স্পেম্যান ও স্টেনোগ্রাফার।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।