খাদ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী পদের (অষ্টম গ্রেড) মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষা ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজ্ঞাপনে উল্লেখিত ডিগ্রি না থাকায় এবং আবেদনপত্র জমা না দেওয়ায় ১৩৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন থেকে কোনো আলাদা প্রবেশপত্র পাঠানো হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার বোর্ডে যেসব কাগজপত্র জমা দিতে হবে
প্রবেশপত্রের কপি ও শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ এবং ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ-সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।