খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ডিজিটাল ডিভাইস ইন অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ বুধবার শুরু হয়েছে। সকালে গণিত ডিসিপ্লিনের কম্পিউটেশন এন্ড সিমুলেশন ল্যাবে (এমসিএসএল) এ প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেদের দুর্বলতা কাটিয়ে আরো দক্ষ হওয়া সম্ভব। এজন্য জ্ঞান আহরণ করতে হবে। জ্ঞান আহরণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলেই সর্বোচ্চ জ্ঞানী হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, সময়ের সঙ্গে মানিয়ে নিতে আমাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার শিখতে হবে। আমি মনে করি, এই প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহারে যার যেখানে ঘাটতি আছে, তা দূর করা সম্ভব হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সময়োপযোগী এই প্রশিক্ষণের আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।