দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ ভয়াল কালরাতের শহিদদের স্মরণে ‘লালযাত্রা’ করেছে নাট্য সংগঠন প্রাচ্যনাট। এ সময় ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানায় সংগঠনটি।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে প্রাচ্যনাট স্মৃতি চিরন্তন চত্বর (ফুলাররোড সড়কদ্বীপ) পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রার সম্মুখে ছিলেন লাল-কালো শাড়ি পরা এক নারী। তার কাপড়ের দীর্ঘ আঁচল নিয়ে নাট্য সংগঠনটির সদস্যরা এই পদযাত্রা করেন। প্রাচ্যনাটের কর্মী ও ভক্ত-অনুরাগীরা গায়ে কালো পোশাক ও কপালে লাল তিলক এবং লাল ফোটা দিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন।
কথা হয় প্রাচ্যনাটের অন্যতম প্রতিষ্ঠাতা তৌফিকুল ইসলাম ইমনের সঙ্গে। তিনি খবরের কাগজকে বলেন, ‘সেই ২০১১ খ্রিষ্টাব্দ থেকে প্রতিবছর আমরা এই লালাযাত্রা করে আসছি।’
এ ব্যাপারে কণ্ঠশিল্পী রাহুল আনন্দ খবরের কাগজকে বলেন, ‘১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ যেটি হয়েছে এটি গণহত্যা।’ এটি ভয়ংকর ও নিষ্ঠুরতম। নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। এই গণহত্যার প্রতিকার কার কাছে চাইব। আমরা এর স্বীকৃতি চাই।