দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, গরিব মানুষ সুশাসন ও ভোটের অধিকার নিয়ে চিন্তিত নয়। তারা চায় উন্নয়ন ও ভাতের নিশ্চয়তা। সুশাসন ও ভোটাধিকার সুশীল সমাজের মাথাব্যথার কারণ হলেও সাধারণ মানুষের নয়। তারা টিউবওয়েল চায়, ভালো টয়লেট চায়, কমিউনিটি ক্লিনিকে ভালো ভালো ওষুধ চায়; ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, তারা সেগুলোই চায়। তাদের চাওয়া আর নাগরিক সমাজের চাওয়ার মধ্যে ব্যাপক ফারাক।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) তিন দিনের বার্ষিক সম্মেলনে তিনি এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রাজধানী গুলশানের হোটেল লেকশোরে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিআইডিএসের এ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘উন্নয়ন, ন্যায্যতা এবং স্বাধীনতা’।
পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু মানুষ বলে থাকেন, একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে স্বৈরাচারে পরিণত হতে পারে এবং স্বৈরাচার উন্নয়নকে বাধাগ্রস্ত করে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উন্নয়ন যদি সত্যি হয় তাহলে কীভাবে সম্ভব হয়েছে?
মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং তিনি দেশকে উন্নতির দিকে নিয়ে যান। সিঙ্গাপুরেও একই ঘটনা ঘটেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আমি আশা করি অর্থনীতিবিদরা সরকারের ধারাবাহিকতা এবং উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতার প্রভাব নিয়ে আলোচনা করবেন।
পরিকল্পনামন্ত্রীর মতে, জীবন যদি একটি পণ্য হয় সেখানে স্বাধীনতা ও ন্যায়বিচার উপজাত পণ্য এবং এগুলো মৌলিক জিনিস নয়। আমরা মানুষের জন্য একটি ভালো জীবন নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের পিরামিডের নিচের দিকে থাকা লোকদের জন্য আরও বেশি কাজ করতে হবে। তিনি বলেন, আমি মাঝেমধ্যে অস্বস্তি বোধ করি, আপনাদের যা আলোচনা আর গ্রামের মানুষের যা দাবিদাওয়া, তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
সম্মেলনের প্রথম দিন চারটি অধিবেশনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উদ্বোধনী অধিবেশনে বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন সভাপতিত্বে করেন। অধিবেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আলস্টারের ডেভেলপমেন্ট অব ইকোনমিকসের অধ্যাপক এস আর ওসমানী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান।