দৈনিক শিক্ষাডটকম, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দের নবুওসিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বাড়িতে গিয়ে গায়েহলুদের মঞ্চের পাশে দুই ভাইয়ের লাশ দেখা যায়। পাশে আহাজারি করছিলেন স্বজনেরা।
নিহত দুই ভাই হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের মোকছেদ সরদারের বড় ছেলে মনিরুল ইসলাম (৩২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম সুমন (২৭)। মনিরুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সাইফুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, খবর পেয়ে গতকাল রাতেই দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুল ও তাঁর আরেক ভাই শামীউলের গায়েহলুদের অনুষ্ঠান ছিল বুধবার। আজ শামীউলের ও কাল সাইফুলের বিয়ের হওয়ার দিন ছিল। আগামী শনিবার দুই ভাইয়ের একসঙ্গে বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুই ভাইয়ের মৃত্যুতে বিয়েবাড়ির আনন্দ রূপ নিয়েছে বিষাদে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন। গতকাল রাতে সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বড় ভাই মনিরুলকে আনতে দৌলতদিয়া ঘাটে যান। সেখান থেকে মনিরুল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল আরোহী দুই ভাই গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কে নবুওসিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাটি বহনকারী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে দুই ভাই ছিটকে পড়লে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুল ও তাঁর আরেক ভাই শামীউলের গায়েহলুদের অনুষ্ঠান ছিল বুধবার। আজ শামীউলের ও কাল সাইফুলের বিয়ের হওয়ার দিন ছিল। আগামী শনিবার দুই ভাইয়ের একসঙ্গে বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুই ভাইয়ের মৃত্যুতে বিয়েবাড়ির আনন্দ রূপ নিয়েছে বিষাদে।
মোকছেদ সরদারের মেজ ছেলে শামীউল ইসলাম বলেন, পারিবারিকভাবে ছোট ভাই সাইফুল ইসলাম ও তাঁর (শামীউল) বিয়ে ঠিক হয়েছে। আজ তাঁর এবং কাল সাইফুলের বিয়ের বরযাত্রা ছিল। শনিবার দুই ভাইয়ের বউভাত অনুষ্ঠান হওয়ার কথা। গতকাল রাতে দুই ভাইয়ের একসঙ্গে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। গায়েহলুদের অনুষ্ঠান শেষে রাত ১১টার দিকে বড় ভাইকে আনতে দৌলতদিয়া ঘাটে যান সাইফুল। ফেরার সময় দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বাড়িভর্তি স্বজন, এর মধ্যে এমন করুণ পরিস্থিতি হবে, কখনো ভাবতে পারেননি তাঁরা।