২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি জিএসটি গুচ্ছভূক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে-
প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান: জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে ২২ নভেম্বর বেলা ১২টা হতে ২৩ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি: প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচী অনুযায়ী) উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হবে। ইতোপূর্বে কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং পঞ্চম পর্যায়ে জিএসটি’র অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে (তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নাই)।
সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে) ফেরতযোগ্য।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://gstadmission.ac.bd/ লিংকে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।