২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় না থাকার পক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আইনুল ইসলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায়।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উপাচার্য মহোদয় চেয়েছেন বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যরা সভায় তাদের বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে গুচ্ছে থাকা না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে দীর্ঘসূত্রিতা, বার বার মেধাতালিকা প্রকাশ করেও আসন পূর্ণ না হওয়াসহ নানা অভিযোগ দেখিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে আসছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকরা উপাচার্যকে লিখিতভাবের দাবি জানিয়েছিলেন।