২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাত নয়টায় গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সাব কমিটি এ ফল প্রকাশ করে।
পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থী, যার মধ্যে ৩০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন শিক্ষার্থী। ৩০ এর কম নম্বর পেয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার ৩৩৮ জন। পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।
গুচ্ছের বি ইউনিটের ফল দেখতে ক্লিক করুন : gstadmission.ac.bd
পরীক্ষায় সর্বোচ্চ ৯৩ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। অন্যদিকে পরীক্ষায় সর্বনিম্ন মাইনাস ১১ দশমিক ২৫ নম্বর পেয়েছেন একজন শিক্ষার্থী।
পরীক্ষায় ৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন দুইজন শিক্ষার্থী, ৮০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১০৩ জন, ৭৫ বা তার বেশি নম্বর পেয়েছেন ৩৪৫ জন, ৭০ বা তার বেশি নম্বর পেয়েছেন ৯৯১ জন, ৬৫ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ হাজার ৩৩৩ জন, ৬০ বা তার বেশি নম্বর পেয়েছেন ৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী।
পরীক্ষা বাতিল হয়েছে সাত জন শিক্ষার্থীর যার মধ্যে বহিষ্কার দুই জন, রোল নম্বর ভুল চার জনের এবং সেট কোড ভুলে পরীক্ষা বাতিল হয়েছে একজন শিক্ষার্থীর।