দৈনিক শিক্ষাডটকম, ইবি: গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে ইংরেজির ওপরে ন্যূনতম নম্বরের ভিত্তিতে ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বাংলা বিভাগে আবেদনের যোগ্যতা নির্ধারণে বাংলায় ন্যূনতম গ্রেড নির্ধারণ না করে ভর্তিচ্ছুদের উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ‘বি’ গ্রেড নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে এই বিভাগে আবেদন করতে কোনো শর্ত দেওয়া হয়নি। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিতে এই বিভাগে আবেদন করতে উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড নির্ধারণ করা হয়। কিন্তু ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগে আবদনে বাংলা বিষয়ে ন্যূনতম গ্রেড নির্ধারণ না করে ইংরেজিতে ‘বি’ গ্রেড নির্ধারণ করা হয়।
ইংরেজি বিভাগে আবেদন করতে উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড পেতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নাম গণযোগাযোগ ও সাংবাদিকতা লেখা হয়েছে।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, আমি বিগত দুই সভাপতির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন তাদের সুপারিশ রাখা হয়নি। তারা সুপারিশের ক্ষেত্রে বাংলায় শর্ত দিয়েছেন। তবে আমি মনে করি বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে বাংলায় শর্ত বাধ্যতামূলকভাবে থাকা উচিত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিভাগীয় একাডেমিক কমিটির মিটিং থেকে এই যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়। এ ছাড়াও আমরা কেন্দ্রের সঙ্গে মিল রেখে এটা করেছি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিভাগগুলো থেকে যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়। পরে ডিনের মাধ্যমে প্রশাসনের কাছে আসে। তারা যে কি শর্ত দিয়েছে সেটা ফাইল না দেখলে বোঝা যাবে না।