দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : রাশিয়ান এক অধ্যাপককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে এস্তোনিয়া। ভিচেস্লাভ মোরোজভ নামের ওই শিক্ষক এস্তোনিয়ার তারতু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনৈতিক তত্ত্বের অধ্যাপক। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ে পড়াতেন তিনি। মঙ্গলবার তাকে গ্রেফতারের তথ্য প্রকাশ করা হয়। খবর-গার্ডিয়ান
এস্তোনিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, ৩ জানুয়ারি দেশটির নিরাপত্তা সংস্থা তাকে আটক করে। ভিচেস্লাভ মোরোজভের বিরুদ্ধে অভিযোগ- তিনি দেশে গেলে রুশ গোয়েন্দা সংস্থাকে তথ্য জানাতেন। তবে কী তথ্য দিতেন সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
এস্তোনিয়ার আগে থেকেই অভিযোগ করে আসছে, রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোকে আবারও তাদের বলয়ে নিতে চায়।
তারতু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়ন বিভাগের প্রধান ক্রিস্টিনা টনিসন বলেছেন, ভিয়াচেস্লাভ মোরোজভের ব্যাপারে আমাদের আস্থা ক্ষুণ্ন হয়েছে। তার বিষয়ে নতুন করে যেসব তথ্য জানা যাচ্ছে সে ব্যাপারে পর্যালোচনা করা হবে।