রাজধানীর গুলশান ২ নম্বরে ১২ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পাশের ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এ সময় আগুন থেকে বাঁচতে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
নিহত ব্যক্তির নাম মো. আনোয়ার। তিনি ওই ভবনে গৃহকর্মীর কাজ করতেন।
ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাদের সহায়তা করেছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি দল। সবার সম্মিলিত চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকা মেডিকেলে একজন মারা গেছেন, তিনি ওপর থেকে লাফ দিয়েছিলেন। বার্ন ইউনিটে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। ৬টা ৫৯ মিনিটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে আসে। আমাদের ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
আগুন লাগা ভবনটি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ২২ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী এবং একটি শিশু। তাঁরা সবাই নিজ নিজ ব্যবস্থাপনায় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
অ্যাপার্টমেন্টগুলোতে ভারী ইন্টেরিয়র থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা দাবি করেছেন। ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবুল খায়ের বলেন, ভবনটির দুই সিঁড়ির মাঝখানে লিফট। এই লিফটের পুরো বৈদ্যুতিক লাইন আগুনে পুড়ে গেছে।
ছাদে বিভিন্ন ফ্ল্যাটের রয়েছে এসির কম্প্রেসর। সেই কম্পেসরগুলোর বৈদ্যুতিক লাইন নেওয়া হয়েছে লিফটের পাশ দিয়ে। সেগুলো পুড়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ সহায়তা করেছে ফায়ার সার্ভিসকে। তাদের ধন্যবাদ জানাই। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।