গ্রীষ্মকালীন ৫১তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হবে কাল ২৬ অক্টোবর। ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ও জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বরিশাল জেলা সদরের বেলস পার্কে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যধাপক মোহাম্মদ শাহ আলমগীর, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রকিব উল্লাহ এবং সিলেট ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়াম্যান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষার উপপরিচালক শহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।
এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৩০ অক্টোবর বরিশালের বেলস পার্কেই অনুষ্ঠিত হবে। এ বছরে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান, তারপর উপজেলা-থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল শেষ করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ অক্টোবর। এ প্রতিযোগিতায় তিনটি খেলা থাকছে। এগুলো হলো- কাবাডি, দাবা ও সাঁতার।