দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : সচিব সমমর্যাদার গ্রেড-১ এ পদোন্নতি পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সফল মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেলেন ইংরেজির এ অধ্যাপক। ক্যাডারে তার সততা ও দক্ষতা সর্বজনবিদিত।
সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়— অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
মাউশি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক একজন প্রফেসর অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।
ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর নেহাল আহমেদ ২০২২ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি মাউশি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের সফল চেয়ারম্যান ছিলেন। তারও আগে তিনি ঐতিহ্যবাহী ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।