দৈনিক শিক্ষাডটকম, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক স্কুলশিক্ষার্থী ও তার গৃহশিক্ষকের ওপর দাহ্য পদার্থ ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে তাঁদের একজনের মুখ ও গলার কিছু অংশ এবং আরেকজনের হাতের কিছু অংশ ঝলসে গেছে। উপজেলার রফিয়াদি গ্রামের ছোট মীরগঞ্জ ব্যাপারীবাড়িতে গত রোববার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ পরদিন সোমবার বিষয়টি জানতে পেরেছে।
আহত দুজন হলেন বাবুগঞ্জের রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ও উত্তর দেহেরগতি গ্রামের বাসিন্দা উত্তম হালদারের ছেলে উৎপল হালদার (১৫) এবা উৎপলের গৃহশিক্ষক রহমতপুর তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
এলাকাটি বাবুগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত হলেও এটি বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার আওতায় পড়েছে। ওই থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন গতকাল মঙ্গলবার আহত দুজনের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বলেন, রোববার রাতে পাশের রফিয়াদি গ্রামে কীর্তন শুনতে যান আশীষ ও উৎপল। অনুষ্ঠান শেষে তাঁরা ওই এলাকার একটি বাড়ির কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে দুর্বৃত্তরা জানালা দিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এ ঘটনায় তাঁদের পরিবার মামলা করবে।