রংপুরের বদরগঞ্জের আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায়ের বিরুদ্ধ অফিস সহায়ক (পিয়ন) পদে নিয়োগের কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘুষের টাকা গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নামেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর তদন্তে নামার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম।
এর আগে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন তিনি।
স্থানীয়রা জানান, তদন্তের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ১২ জন শিক্ষক, ছয়জন অভিযোগকারী ও অভিযুক্ত প্রধান শিক্ষকের লিখিত বক্তব্য গ্রহণ করেন। তবে ওই দিন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মমিনসহ কমিটির সদস্যরা কেউ উপস্থিত ছিলেন না।
বদরগঞ্জে পিয়ন পদে নিয়োগে প্রধান শিক্ষকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, তদন্তে সভাপতি, অভিভাবক সদস্য ও তিনজন অভিযোগকারী অনুপস্থিত ছিলেন। শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায়ের সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায়ের বিরুদ্ধে পাঁচ দিন আগে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেন কর্তৃপক্ষ।