দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালের কারণে সর্তকতামূলক নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বলা হয়েছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেসব প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে তবে অফিস যথারীতি খেলা থাকবে।
আজ রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনার বিজ্ঞপ্তি প্রকাশ করে। চিঠিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল ২৬ মে সন্ধ্যা-মধ্যরাত থেকে বাংলাদেশ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় সম্ভাব্য এলাকায় অবস্থিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো।
তবে কোনো প্রতিষ্ঠানকে স্থানীয় প্রশাসন থেকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত বা নির্বাচিত হলে আশ্রয়প্রার্থীদের আশ্রয়কালীন সেই প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে ও অফিস যথারীতি খোলা থাকবে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধার্থে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উল্লিখিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সবাইকে এই নম্বরে যোগাযোগ করার জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো। সহকারী পরিচালক দিপংকর নন্দী -০১৭১২২৯২৯২১, সহকারী পরিচালক মহিউদ্দিন আহাম্মদ-০১৭১২০১১২২৮।